রংপুরে অপহৃত ৪ শিশুকে রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করতে গিয়ে জনতার হামলার ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানার এসআই মামলা করেছে। মামলায় এজাহারনামীয় ২২ জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই মামলায় আরও অজ্ঞাতনামা ৩শ জনকে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে- অপহরণকারীকে গ্রেফতার ও ৪ শিশুকে উদ্ধার করার সময় উত্তেজিত জনতা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পুলিশের গায়ে হাত তোলে এবং বেআইনি জনতা সংঘবদ্ধভাবে সরকারি কাজে বাধা দান করে।