বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল, যা মশাবাহিত প্রাণঘাতী রোগের বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট উদ্ভাবিত ‘বুটানটান–ডিভি’ নামের টিকাটি ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এনভিসা। ১৬ হাজার স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষায় টিকাটির কার্যকারিতা পাওয়া গেছে ৯১.৬ শতাংশ। আট মাসের পরীক্ষার পর অনুমোদন পাওয়ায় এখন দেশজুড়ে দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা যাবে। টিকা উৎপাদনে চীনের উসিবায়োলোজিক্স কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল, যার আওতায় ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ তৈরি হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত বছর বিশ্বে ১ কোটি ৪৬ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়, যার অর্ধেকই ব্রাজিলে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।