আফগান যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সহযোগী প্রায় ১৯ হাজার আফগান নাগরিকের সঙ্গে ১০০-এর বেশি ব্রিটিশ গোয়েন্দা ও বিশেষ বাহিনীর সদস্যের পরিচয় ফাঁস হয়েছে। আদালতের নিষেধাজ্ঞায় থাকা এই সংবেদনশীল তথ্য ২০২২ সালে ফাঁস হলেও ২০২৩ সাল পর্যন্ত সরকার তা জানতে পারেনি। ঘটনাটি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করায় ব্রিটিশ সরকার গোপনে পুনর্বাসন প্রকল্প চালু করে। তালেবানের প্রতিশোধের আশঙ্কায় অনেক আফগান এখন মারাত্মক হুমকির মুখে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।