Web Analytics

উত্তর ভারতের আসাম রাজ্যে সোমবার ভোরে ৫.৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। ভূপৃষ্ঠের কাছাকাছি সংঘটিত এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটান সীমান্তের কাছে ধিং গ্রামের প্রায় তিন কিলোমিটার বাইরে। স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে (রোববার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৪৭ মিনিটে) কম্পনটি অনুভূত হয়।

ইউএসজিএস জানিয়েছে, এলাকায় শক্ত কম্পন অনুভূত হলেও তুলনামূলকভাবে কম জনসংখ্যা থাকার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হিমালয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত এবং প্রায় প্রতি বছরই এখানে বড় ধরনের ভূমিকম্প ঘটে। ১৯৫০ সালে আসাম ও তিব্বতে সংঘটিত ভূমিকম্পে প্রায় ৪,৮০০ জন নিহত হয়েছিল, আর ১৮৯৭ সালের ‘গ্রেট আসাম ভূমিকম্প’ ভারতের ইতিহাসে অন্যতম শক্তিশালী হিসেবে বিবেচিত।

Card image

Related Rumors

logo
No data found yet!