আইসিটিতে মামলা করায় অভিযুক্ত আসামিরা প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান। তিনি বলেন, ‘সংস্কারের আগে কোনো নির্বাচন আমি একজন নাগরিক ও শহীদের মা হিসেবে চাই না। আমার কাছে মনে হয় না অন্য একটি সরকার এলে এসব হত্যাকাণ্ডের বিচার হবে। আমি এখন আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাকে বলা হয়েছে, তোর ছেলেকে হত্যা করা হয়েছে এবার তোর পালা।’ এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই অভ্যুত্থানের সব শহীদ পরিবারের নিরাপত্তা দাবি করেন শামসি আরা জামান।