প্রেস ক্লাবের সামনে সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, গত ১৫ বছরের যে লুটপাট, সন্ত্রাসের অভয়ারণ্য ও ফ্যাসিবাদী ব্যবস্থার সব প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কালো আইন সংশোধন ব্যতীত নির্বাচন সম্ভব নয়। জাতীয় নাগরিক পার্টি বলে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই পূর্বের সংস্কারগুলো প্রয়োজন। সংস্কার না হলে আমরা আবারও সেই ‘মাসল এবং মানি’র রাজনীতি দেখব। অন্য বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে। একটি দল নির্বাচন নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। আওয়ামী লীগকে বিচার ও নিষিদ্ধ করতে হবে। এছাড়া নেতারা সেকেন্ড রিপাবলিকান চান উল্লেখ করে বলেন, নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি করবেন না!