পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলেমান খান জানুয়ারিতে পাকিস্তান সফরের পরিকল্পনা করেছেন। লন্ডনে স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তারা জানান, বাবার সঙ্গে দেখা করার জন্য ভিসার আবেদন করেছেন এবং আশঙ্কা প্রকাশ করেছেন যে তাঁরা হয়তো আর কখনো বাবাকে দেখতে পাবেন না। তাঁদের অভিযোগ, ইমরান খানকে ‘ডেথ সেলে’ রেখে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং মানবিক যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
ইমরানের বোন উজমা খানমও একই অভিযোগ করেছেন, যিনি সম্প্রতি আদালতের অনুমতিতে ভাইয়ের সঙ্গে দেখা করেন। জাতিসংঘের এক বিশেষ দূত সতর্ক করেছেন, ইমরান খানের প্রতি আচরণ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী হতে পারে।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ইমরান খানকে একাকী রাখা হয়নি এবং প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। এই বিতর্ক পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতাকে আরও তীব্র করেছে।