এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, মবোক্রেসির মাধ্যমে বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা হতে দেওয়া যাবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। সেনা প্রধান মবোক্রেসি বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এলডিপি মহাসচিব বলেন, যদি কেউ অন্যায় করে থাকে স্বৈরাচারের দোসর হিসেবে, যদি তাদের কোনো কর্মকাণ্ড আইনের পরিপন্থি হয়, অতিরিক্ত অত্যাচার, অবিচারের সঙ্গে কারো কোনো সম্পৃক্ততা থেকে থাকে- আইনি ব্যবস্থায় তাদের বিচার হবে। কিন্তু সবাই এক সঙ্গে দল বেঁধে কাউকে মারধর করবে বা হত্যা করবে, এটা কোনো দেশের আইন নয়। আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি। সে সময় আমাদের বিরুদ্ধে যারা অস্ত্রহাতে লড়াই করেছে আমরা তাদের বাড়ি-ঘর ভাঙিনি, তাদের উপর হাত তুলিনি। তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করে আমরা অত্যাচার চলাইনি।