লেবাননের পার্লামেন্ট স্পিকার ও প্রভাবশালী শিয়া নেতা নাবিহ বেরি বলেন, আমি ২০০ ভাগ নিশ্চিত—লেবানন কোনো যুদ্ধে জড়াবে না। দেশের এমন কোনো মনোভাব নেই এবং যুদ্ধে জড়ালে তার খেসারত অত্যন্ত চড়া হতে পারে।’ নাবিহ বেরি বলেন, ইরানের আমাদেরকে প্রয়োজন নেই, বরং ইসরাইলেরই অন্যদের সমর্থন প্রয়োজন। প্রসঙ্গত, অনেকেই ধারণা করছিলেন, হিজবুল্লাহ-ঘনিষ্ঠ লেবানন হয়তো ইরানের পাশে দাঁড়াবে। এরমধ্যে হিজবুল্লাহর মিত্র বেরির এই মন্তব্য তার সম্ভাবনা অনেকটাই নাকচ করে দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।