আলজেরিয়ার জাতীয় সংসদে ১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ফরাসি ঔপনিবেশিক শাসনকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি খসড়া বিল নিয়ে আনুষ্ঠানিক বিতর্ক শুরু হয়েছে। শনিবারের অধিবেশনে উপস্থাপিত এই বিলের লক্ষ্য হলো ফরাসি উপনিবেশবাদকে আইনি কাঠামোর মধ্যে অপরাধ হিসেবে ঘোষণা করা। স্পিকার ইব্রাহিম বোঘালি বলেন, এটি কেবল একটি আইন নয়, বরং জাতীয় স্মৃতি ও শহীদদের ত্যাগের প্রতি রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার প্রতীক।
বোঘালি অভিযোগ করেন, ফরাসি উপনিবেশ স্থাপন ছিল ধ্বংস ও দখলের পরিকল্পিত প্রকল্প, যার মাধ্যমে আলজেরীয়দের জমি কেড়ে নিয়ে বসতি স্থাপনকারীদের মধ্যে বণ্টন করা হয়। তিনি বলেন, উপনিবেশিক শাসনের উদ্দেশ্য ছিল আলজেরীয় জাতিসত্তা ও সংস্কৃতি মুছে ফেলা। খসড়া বিলটি আগামী বুধবার ভোটের জন্য সংসদে উপস্থাপন করা হবে।
এই বিতর্ক এমন সময়ে শুরু হয়েছে, যখন পশ্চিম সাহারা ইস্যুতে মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে ফ্রান্সের সমর্থন দেওয়ায় আলজেরিয়া-ফ্রান্স সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।