জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিন পদ থেকে অব্যাহতি চেয়েছেন। এর আগে, রোববার বেলা ১১টার দিকে একদল শিক্ষার্থী তার পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ডিন কার্যালয়ের সামনে পোস্টার লাগায়। পোস্টারে তারা অভিযোগ করেন, অধ্যাপক নিগার সুলতানার নেতৃত্বে অনুষদে পক্ষপাত, অগণতান্ত্রিক আচরণ, স্বেচ্ছাচারিতা ও শোষণের পরিবেশ তৈরি হয়েছে এবং তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে ছাত্রস্বার্থবিরোধী ভূমিকা রেখেছেন।