রাজধানীর লালবাগের শহীদনগর ২ নম্বর গলিতে মঙ্গলবার বিকেলে মোহাম্মদ হোসেন (২৪) নামে এক কারখানা শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় যুবক আবির হোসেনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে হোসেনের বন্ধু নীরবের হাতে থাকা একটি লোহার পাইপ চাওয়াকে কেন্দ্র করে আবিরের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও মঙ্গলবার আবির ওৎ পেতে থেকে হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে। পুলিশের ভাষ্য অনুযায়ী নিহতের বুক ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
লালবাগ থানার ওসি জানান, হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা বা অন্য কোনো প্ররোচনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।