বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের হবিগঞ্জ শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটক হওয়ার ১৫ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত। রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে বাকবিতণ্ডার জেরে তাঁকে থানা হাজতে নেওয়া হয় এবং পরে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মাহদী হাসানকে আটকের পর শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শতাধিক নেতা-কর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তাঁরা রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান। এ সময় ওসির সঙ্গে মাহদী হাসানের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় দেখা যায়।
ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ভিডিওটি ছড়িয়ে পড়া এবং ছাত্রদের অবস্থান কর্মসূচির কারণে।