Web Analytics

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আগামী ১২ জানুয়ারির নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হুমকিতে পড়তে পারে। শনিবার দুপুরে রাজধানীর ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনি প্রচারণা ও সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, বাংলাদেশ অতীতেও দুঃসময় অতিক্রম করেছে, তবে বর্তমানে দেশ এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে স্বাধীন না হলে দেশ পরাধীন থাকত এবং ১৯৭৫ সালের পর জিয়াউর রহমান দেশের হাল না ধরলে দেশ ভুল পথে যেত। তিনি বলেন, এবারও যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, দেশ অনেক পিছিয়ে যাবে।

তিনি অভিযোগ করেন, হাসিনার আমল থেকেই নির্বাচন না হওয়ার একটি ষড়যন্ত্র চলছে। তিনি সবাইকে দেশের স্বার্থে নির্বাচনের গুরুত্ব উপলব্ধি করার আহ্বান জানান। সভায় সাবেক সেনা কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!