মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। আগামী ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালাতে পারে এমন আশঙ্কায় সেনাসদরে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে আদালত প্রশাসন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই মামলার রায় দেবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। সম্ভাব্য সহিংসতা রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েনের প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।