চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রূবাইয়েদ ফেরদৌস আলভীকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের ছাত্র আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং তারা বিক্ষোভ মিছিল করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কারের পর স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। আলভী ১৫ দিনের মধ্যে আপিল করতে পারবেন। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বেও শৃঙ্খলা ভঙ্গ ও মাদক সেবনের অভিযোগ ছিল।