উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। এছাড়া সিঙ্গাপুরের বিশেষজ্ঞের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড আরও ১৩ জনকে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রেখেছেন। সিঙ্গাপুরের ওই বিশেষজ্ঞ চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন এনেছেন। তবে কাউকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত এখনও হয়নি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও নেই।