জামায়াত নেতা দেলোয়ার হোসেন বলেন, গত ৫০ বছরে অনেককেই দেশ শাসন করতে দেখেছেন। আগামী ৫ বছরের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। জামায়াতে ইসলামি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করবে, দেশের উন্নয়ন ঘটাবে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানজনকভাবে উপস্থাপন করবে। তিনি বলেন, পেছনের শাসকরা দুর্নীতিবাজ, লুটপাটকারী ও স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে শাসন করেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসে স্বৈরতন্ত্র কায়েম করেছে এবং হাজার হাজার জামায়াত নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করেছে। প্রায় ৯৩ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে।