ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ব্যবসায়িক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ১৯৯৪ সালের কোম্পানি আইন যুগোপযোগীকরণের আহ্বান জানিয়েছে। এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আইন মেনে চলা অপরিহার্য। আরজেএসসি’র রেজিস্টার একেএম নুরুন্নবী কবির জানান, শেয়ার ট্রান্সফার ছাড়া কোম্পানি নিবন্ধনের সব প্রক্রিয়া অনলাইনে হয়েছে এবং বার্ষিক সভা ও অডিট রিপোর্ট না করায় অনেকে কমপ্লায়েন্সে ব্যর্থ হচ্ছেন। প্রায় ২.৭৫ লক্ষ প্রতিষ্ঠান আরজেএসসিতে নিবন্ধিত এবং উন্নত কমপ্লায়েন্স ব্যবসা সহজ করবে।