ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শুক্রবার দাবি করেন, রাশিয়ার একটি ড্রোন তাদের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের ধ্বংসপ্রাপ্ত চতুর্থ ইউনিটের সুরক্ষা কাঠামোতে আঘাত হেনেছে। মারাত্মক ক্ষতি হয়েছে। তবে ক্রেমলিন এই দাবিকে উস্কানি বলে অস্বীকার করেন। বলেন, রাশিয়ার সামরিক বাহিনী এমন কিছু করে নি। এ ধরনের উস্কানি কিয়েভ সরকার প্রায়ই করে থাকে। একে প্ররোচনা হিসেবে দেখছে রাশিয়া। ইউক্রেন এমন এক সময়ে এই অভিযোগ তুললো যখন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হচ্ছে এবং মিউনিখে বৈশ্বিক নিরাপত্তা সম্মেলন চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।