সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৯১ সালে কোতোয়ালি থেকে প্রথম সাংসদ হয়েছিলেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র জীবন শেষে ভাসানীর শ্রমিক রাজনীতিতে যুক্ত ছিলেন। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে ১৯৮১ সালে যোগ দেন তিনি।