বুধবার রাতে বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড অফিসের পাশে অভিযান চালিয়ে ৪২ পিস বেহুন্দী জাল, ১৮ পিস চরঘেরা দুয়ারী জাল, ৩ পিস মশারি নেট জব্দ করা হয়। পরে বিষখালী নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস কারা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৎস্য বিভাগ ও পাথরঘাটা কোস্টগার্ড অভিযান পরিচালনা করে জব্দ করেন। তবে কাউকে আটক করতে পারেননি তারা। এসব অবৈধ জালের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। অবৈধ জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।