বৃহস্পতিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৯ বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বুলবুল মোল্যা (৫০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এক মাস আগে ৯ বছর বয়সি শিশুকে বুলবুল মোল্যা নিজ বাড়ির ভবনের ছাদে নিয়ে শ্লীলতাহানি করে। ঘটনাটি ওই শিশু পরিবারের লোকজনকে জানালেও লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যান তারা। গতকাল আবার বিড়াল দেখানোর লোভ দেখিয়ে নিয়ে যায়। পরে ধর্ষণ চেষ্টাকালে শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে। আর বুলবুলকে গণপিটুনি দেয়।