মঙ্গলবার ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ বা ইসরাইল ব্যতীত পুনর্বহালের দাবি ‘খুবই যোক্তিক’। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। এটি আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয় হওয়ায় এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহাল করা হবে।