গাজা উপত্যকার রাফাহ সীমান্ত খুলে ফিলিস্তিনিদের দেশ ছাড়ার সুযোগ দিতে চায় ইসরাইল। দেশটির সামরিক দপ্তর কোগাত জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে মিশরের সঙ্গে সমন্বয় করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে মিশর এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলেছে, ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা হয়নি এবং একতরফাভাবে এমন ঘোষণা ভিত্তিহীন। কায়রোর মতে, সীমান্ত খোলা হলে তা হবে উভয়মুখী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার ভিত্তিতে। ২০২৪ সালের মে মাস থেকে রাফাহ সীমান্ত প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, যখন ইসরাইল ওই এলাকা দখল করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রায় ১৬,৫০০ গুরুতর অসুস্থ বা আহত ফিলিস্তিনি চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় আছেন, যদিও যুদ্ধবিরতির পর মাত্র ২৩৫ জন বের হতে পেরেছেন। রাফাহ পুনরায় খুললে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সহায়তা মিশন যৌথভাবে এটি পরিচালনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।