ফিনল্যান্ড কয়েক বছর আগেও একটি নিরপেক্ষ ইউরোপীয় রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। সেই দেশটি এখন রাশিয়ার গা ঘেঁষে ন্যাটোর উত্তরের ফ্রন্টলাইন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরপরই হেলসিংকি ন্যাটোতে যোগ দেয়। তার পর থেকেই এক বিশাল ভৌগলিক, সামরিক ও রাজনৈতিক রূপান্তর শুরু হয় দেশটির।