রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে গত ২৩ জুন নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে বুধবার মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিবি। প্রসঙ্গত, বিএনপি সাবেক তিন সিইসির বিরুদ্ধে প্রহসনের নির্বাচন দেওয়ার জন্য মামলা দায়ের করেছিল।