Web Analytics

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় মুসলিম সদস্য ইলহান ওমর মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে এক টাউন হল সভায় বক্তব্য দেওয়ার সময় হামলার শিকার হন। তিনি তখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভূমিকার সমালোচনা করছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এক অজ্ঞাত ব্যক্তি মঞ্চের দিকে এগিয়ে এসে ওমরের পডিয়ামের দিকে স্বচ্ছ তরল স্প্রে করে, তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে হামলাকারীকে আটক করে। ওমর আতঙ্কিত হলেও শারীরিকভাবে অক্ষত ছিলেন এবং কিছুক্ষণ পর সাহসিকতার সঙ্গে বক্তব্য চালিয়ে যান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং এ ধরনের উসকানি তাকে দায়িত্ব পালনে বাধা দিতে পারবে না। পরে মিনিয়াপলিস পুলিশ ৫৫ বছর বয়সী অ্যান্থনি জেমস ক্যাজমিয়ার্জ্যাককে গ্রেপ্তার করে।

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ এ ঘটনাকে নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের হামলা এখন প্রায় নিয়মিত হয়ে উঠেছে। মুসলিম নাগরিক অধিকার সংগঠন সিএআইআর একে বর্ণবাদী ও ইসলামফোবিক উসকানির ফল বলে উল্লেখ করে। সোমালি বংশোদ্ভূত ওমর দীর্ঘদিন ধরে ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত।

Card image

Related Rumors

logo
No data found yet!