নতুন বছরের শুরুতেই গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরাইল ও মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে জানুয়ারির প্রথম দিকেই এই ধাপ শুরু হবে। ইসরাইলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, হামাসের নিরস্ত্রীকরণ ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারেন।
ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গত ৯ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস দুই ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের চুক্তি লঙ্ঘন ও দ্বিতীয় ধাপে যেতে বিলম্বের কারণে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং আহত হয়েছেন এক লাখ ৭১ হাজারেরও বেশি।
টিআরটি ওয়ার্ল্ডের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন ধাপটি যুদ্ধবিরতির স্থায়িত্ব ও আন্তর্জাতিক মধ্যস্থতার কার্যকারিতা পরীক্ষা করবে।