Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জনগণকে আহ্বান জানিয়েছেন ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে অংশ নিতে। ২০২৬ সালের ২৩ জানুয়ারি শুক্রবার ভাষানটেকে এক নির্বাচনি জনসভায় তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর এখন দেশের পুনর্গঠন প্রয়োজন। তিনি জবাবদিহিতা নিশ্চিত করা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের সমস্যার সমাধানে সরাসরি ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন।

ভাষানটেকে বক্তব্যের আগে তারেক রহমান স্থানীয় রিকশাচালক, গৃহিণী, বস্তিবাসী ও ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা শোনেন। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে ও ক্ষমতায় গেলে বিএনপি এসব সমস্যা সমাধানে কাজ করবে। তিনি কৃষকের জন্য বিশেষ কার্ড ও ঋণ, যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষা, এবং নারীদের কর্মসংস্থান ও ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান।

তারেক রহমান আশা প্রকাশ করেন, ভবিষ্যতের জনপ্রতিনিধিরা জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা শুনে গণতান্ত্রিক জবাবদিহিতার মাধ্যমে সমাধান করবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!