শনিবার ঝালকাঠি ঈদগাহ ময়দানে বিপ্লবী শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পর অনুষ্ঠিত এই জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সম্প্রতি নিহত ওসমান হাদির স্মরণে আয়োজিত এই জানাজা এলাকাজুড়ে শোক ও প্রতিবাদের আবহ তৈরি করে।
জানাজার আগে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, গণ অধিকার পরিষদের প্রার্থী মাহমুদুল হাসান সাগর এবং ছাত্রশিবিরের জেলা নেতারা। তারা ইন্টারপোলের মাধ্যমে ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং শনিবার রাতের মধ্যে ব্যবস্থা না নিলে রোববার সকাল থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, এই জানাজা ও প্রতিবাদ কর্মসূচি ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। দেশের বিভিন্ন জেলায়ও তার স্মরণে অনুরূপ জানাজা অনুষ্ঠিত হচ্ছে।