চিকিৎসা শেষে দেশে ফেরার পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সুষ্ঠু তদন্তে দোষী প্রমাণিত হলে কাউকেই আইনের বাইরে রাখা হবে না। নির্দোষ কাউকে শাস্তি দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। ঈদে বড় ধরনের কোনো ঘটনা না ঘটায় তিনি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। কিছু সড়ক দুর্ঘটনা ও ছোটখাটো চুরির ঘটনা ছাড়া কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।