Web Analytics

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ১১ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান, এবার সারাদেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ইসির চূড়ান্ত তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩৪ জন। ইসি সচিব আখতার আহমেদ জানান, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারাই এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

এবারই প্রথম এক বছরে তিনবার ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন। বিশাল এই ভোটার তালিকা আসন্ন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ও স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Card image

Related Rumors

logo
No data found yet!