ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণের নতুন তারিখ ঘোষণা করেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হায়দার উদ্দিন কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ মার্চ থেকে ফরম পূরণ শুরু হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় রোববার, ৪ জানুয়ারি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব কলেজের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল ১০ মার্চের মধ্যে প্রকাশ করেন। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পরবর্তীতে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এই ঘোষণা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি কার্যক্রমকে সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে নেওয়া হয়েছে, যাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারে।