রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ইকরচালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন (২৭) কে আটক করা হয়। তিনি ইকরচালি (পশ্চিমপাড়া) গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গ্রেপ্তারকৃত নেতাকে আদালতের নির্দেশে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের ওপর নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
ঘটনাটি উত্তরাঞ্চলে নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। মামলার পরবর্তী শুনানি ও তদন্ত কার্যক্রম আগামী দিনে অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।