Web Analytics

সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে গণঅধিকার পরিষদ। প্রায় ৮৫ শতাংশের সঙ্গে একমত এবং বাকি ১৫ শতাংশের ক্ষেত্রে আংশিক একমত ও দ্বিমত পোষণ করেছে দলটি। প্রস্তাবনায় অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকারে রূপদান করে অধ্যাদেশের মাধ্যমে সংস্কারকৃত সংবিধান কার্যকর করা এবং এই সংস্কারকৃত সংবিধানের অধীনে নির্বাচন নিশ্চিত করা; একই ব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে থাকতে পারবেন না; দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না; এনসিসি গঠনে একমত পোষণ করেছে গণঅধিকার পরিষদ। পৌরসভা নির্বাচনে সরাসরি জনগণের ভোটের দাবি জানিয়েছে ও সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার প্রস্তাব করেছে দলটি। এছাড়াও সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!