পশ্চিমবঙ্গের কলকাতার দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মোমো তৈরির কারখানা ও সংলগ্ন গুদামে সোমবার ভোরে আগুন লেগে অন্তত আটজন নিহত হয়েছেন এবং ১৪ জন নিখোঁজ রয়েছেন। আনন্দপুর এলাকার একটি ডেকোরেটর্সের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুতই তা পাশের মোমো কারখানায় ছড়িয়ে পড়ে, যেখানে প্রচুর দাহ্য পদার্থ ছিল। মঙ্গলবার দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো যায়নি।
হতাহতদের স্বজনদের দাবি, নিখোঁজ ব্যক্তিরা আগুন লাগার সময় গুদাম ও কারখানার ভেতরেই ছিলেন এবং অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে ১৪ জন নিখোঁজের একটি তালিকা প্রকাশ করেছেন, যদিও সরকারিভাবে এই সংখ্যা নিশ্চিত করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সময় ভেতরে আটকে পড়া শ্রমিকরা শেষ মুহূর্তে ফোনে পরিবারের সঙ্গে কথা বলেন।
রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গিয়ে জানান, গুদামের ভেতরে অতিরিক্ত উত্তাপ ও জটিল নির্মাণকাজের কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হয়েছে। তিনি বলেন, কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা তদন্ত করা হবে।