মালয়েশিয়ায় বিদেশীদের দ্বারা পরিচালিত অনলাইনে জালিয়াতি ও প্রতারক চক্রের ৪৬ সদস্যকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতার ৪৬ জনের মধ্যে রয়েছে বাংলাদেশী, তবে কতজন এখনো জানা যায়নি। অপারেশনস মহাপরিচালক জাফরি তাহা বলেন, বুধবার স্থানীয় সময় সাড়ে ১১টায় অভিযানে চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, লাওস ও থাইল্যান্ডের ৪৬ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীদের সোনা, সম্পত্তি, বিলাসবহুল জাহাজ, স্টক বিনিয়োগ ও বিদেশী মুদ্রা কেনার প্রস্তাব দিয়ে প্রতারণা করা হতো। প্রতিদিন চক্রটির সদস্যরা ২৫০০ থেকে ৩৫০০ রিঙ্গিত আয় করতো বলে জানিয়েছেন।