Web Analytics

বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতকে ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমানে ঢাকায় বেলারুশের অনারারি কনস্যুলেট থাকলেও দূতাবাস নয়াদিল্লিতে হওয়ায় ভিসা ও কনস্যুলার সেবায় সমস্যা হচ্ছে। দুই দেশের কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে দূতাবাস খোলা প্রয়োজন বলে তিনি জানান। রাষ্ট্রদূত জানিয়েছেন, এটি সম্ভব, তবে দুই দেশের সরকারের কার্যকর উদ্যোগ দরকার। এছাড়া বেলারুশ থেকে সার আমদানির বকেয়া টাকা দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। বন্দি প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতার কারণে সহজ নয় বলে জানানো হয়েছে। বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, অবৈধ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ ও বাণিজ্য বিষয়ক পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!