দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ কর্মকর্তা মো. জাকারিয়া রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত। বিচারক সাব্বির ফয়েজ রোববার এ আদেশে স্বাক্ষর করেন। দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আল-আমিন আদালতে আবেদন করে জানান, অবসরপ্রাপ্ত পিএসসি গাড়িচালক সৈয়দ আবেদ আলীর সঙ্গে জাকারিয়ার সন্দেহজনক ব্যাংক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
২০২৪ সালের ৮ জুলাই আবেদ আলী গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে রয়েছেন। ৫ জানুয়ারি দুদক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে। মামলায় পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়। তদন্ত সংস্থা জানায়, জাকারিয়া প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত এবং বিদেশে পালানোর চেষ্টা করছেন।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।