বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার বিকেলে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম (অব.) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। সরকার এ উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
বিজিএমইএ সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে সদস্যভুক্ত সব পোশাক কারখানায় বুধবার এক দিনের সাধারণ ছুটি পালনের আহ্বান জানিয়েছে। এক শোকবার্তায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে পোশাক শিল্প পরিবার গভীরভাবে শোকাহত। তিনি দেশকে একজন অভিভাবক ও কালজয়ী দেশপ্রেমিক নেত্রী হিসেবে বর্ণনা করেন। সংগঠনটি তার আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
সরকার ও বিজিএমইএ’র এই সিদ্ধান্ত খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রতিফলিত করে।