Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টির ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ২,৮১৯ ভোট পেয়ে এগিয়ে আছেন, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ২,৬৯১ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন।

জিএস পদে শিবিরের আরিফ ২,৯৮০ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১,২৩৯ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ ২,৬৫৬ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানযিল পেয়েছেন ২,৩৫০ ভোট। বহুবার স্থগিত হওয়ার পর গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত জকসু নির্বাচন। ১৬,৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোট ১৯০ জন প্রার্থী অংশ নেন। নারী ভোটার ছিলেন ৮,৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮,১৭০ জন। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!