দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পিরোজপুর জেলা বিএনপির প্রায় ৩০ হাজার নেতা-কর্মী ঢাকায় যাচ্ছেন। এ উপলক্ষে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
আলমগীর হোসেন জানান, জেলার সাতটি উপজেলা থেকে অন্তত ৩০ হাজার নেতা-কর্মী অংশ নেবেন এবং তাঁদের যাতায়াতের জন্য দুই শতাধিক বাস ও ছয়টি বড় লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। জেলা বিএনপির সদস্য-সচিব সাঈদুল ইসলাম কিসমত বলেন, ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে লঞ্চে এবং ২৫ ডিসেম্বর ভোরে জেলা শহর ও উপজেলা থেকে বাসে করে কর্মীরা ঢাকায় রওনা দেবেন।
তারেক রহমানের দেশে ফেরা বিএনপির কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা দলটির রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।