বরিশালের মীরগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর বিএনপি নেতা–কর্মীদের হামলার অভিযোগ এনে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ঘটনাটিকে ফ্যাসিবাদী মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। ঘটনাটি ঘটে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের পর, যেখানে ফুয়াদ স্থানীয়দের চাঁদা দাবির অভিযোগ নিয়ে বক্তব্য দিয়েছিলেন।
এ ঘটনার প্রতিবাদে এবি পার্টি ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে রাজনৈতিক ভিন্নমত দমনের উদ্দেশ্যে। তিনি বলেন, এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে এবং দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
এবি পার্টি জানায়, তারা কোনো ভয়ভীতি বা দমনপীড়নে পিছিয়ে যাবে না এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন অব্যাহত রাখবে। মঞ্জু বিএনপিকে ফ্যাসিবাদী রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।