আগামী ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা আগুন দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তারা আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে সেখানে জড়ো হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। রায়ের আগে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বছরও একই ভবনে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।