যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছু করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে এবং অনলাইন বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছে। এর ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। লবিস্ট নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, ব্যবসায়ীরা চাইলে তা করতে পারেন, তবে সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে সরকারের কাজ স্থবির নয়, বরং সক্রিয়ভাবে আলোচনার চেষ্টা চলছে।