Web Analytics

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আপিল শুনানির চতুর্থ দিনে ৫৩ জনের প্রার্থিতা মঞ্জুর করেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের অডিটরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার, কমিশনের চার সদস্য এবং ইসি সচিব শুনানিতে উপস্থিত ছিলেন। এদিন মোট ৭০টি আপিল শুনানি হয়, যার মধ্যে ৫৩টি মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর হয়। নামঞ্জুর হওয়া ১৭টির মধ্যে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে করা ২টি আপিল খারিজ করা হয়।

দিনের প্রথম পর্বে ৩৬টি আপিল নিষ্পত্তি হয়, যার মধ্যে ২৯টি মঞ্জুর এবং ১২টি নামঞ্জুর হয়। দ্বিতীয় পর্বে ২৪টি আপিল মঞ্জুর এবং ৫টি নামঞ্জুর হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা এসব আপিলের শুনানি ইসির নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে চলছে।

ইসি এই শুনানির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!