এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না। ২৪ পূর্ববর্তী কয়েকটি মিডিয়া অন্ধের মতো আরেকটি দলের দালালি করেছে। তাদের সংবাদকর্মীরা যেসব মিডিয়াতে কাজ করে আজকে তারা সেটা বলতেও লজ্জা পায়। তিনি বলেন, টাঙ্গাইলে মারুফ হত্যার আসামিদের ধরার তৎপরতা আমরা লক্ষ্য করিনি। এখনো টাঙ্গাইলে জুলাই-আগস্টে নিহতদের বিচারকে সামনের দিকে না নিয়ে বাধাগ্রস্ত করছে। গণঅভ্যুত্থানে খুব অল্প সময়ে খুনি হাসিনা পালিয়ে গিয়েছিল। এজন্য ওই সময় আমাদের কিছু সিদ্ধান্ত দ্রুত নিতে হয়েছিল; কিন্তু এখন কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে- সেটা আমরা পর্যবেক্ষণ করছি। এই সময় তিনি টাঙ্গাইলকে বঞ্চিত করার কথা তুলে ধরেন। আরো বলেন, শেখ মুজিবকে মূল্যায়ন করা হলেও মাওলানা ভাসানী ও শেরে বাংলাকে মূল্যায়ন করা হয় নি।