পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ সম্প্রতি অনলাইনে সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিয়েছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮৪ জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করতে একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকাটির অনুমোদন দিয়েছে পুলিশ সদর দপ্তর। পলাতক কর্তাদের ধরতে নোটিশ যাচ্ছে পুলিশের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলে। পুলিশ নিয়ে সাবেক মহাপরিদর্শকের মন্তব্যকে অবমাননাকর ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। সমিতি এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। বেনজির গঙদের নজিরবিহীন দলবাজি ও দুর্নীতিকে পুলিশকে ডুবিয়ে দেওয়ার কারণ হিসেবে বলেছে।