বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭–৮ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসি সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং যে কক্ষে তারেক রহমান বায়োমেট্রিক দেবেন সেটিও প্রস্তুত করা হয়েছে।
আজই তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি এনআইডি সংগ্রহ করবেন। তার মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন। তিনি ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন এবং দুপুর ১২টার মধ্যে আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে গিয়ে বাকি প্রক্রিয়া সম্পন্ন করবেন। ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন, যেখানে গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে।
ইসির প্রস্তুতি অনুযায়ী বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পর দ্রুতই তারেক রহমানের এনআইডি ইস্যু করা হবে।